ভিশন:
বিশ্ব অর্থনৈতিক উন্নয়নশীল রাষ্ট্র প্রতিষ্টার লক্ষে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক রেখে
শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষে সকল প্রাথমিক বিদ্যালয় সরকারী করণ শিক্ষা প্রেমী
সরকারের দৃষ্টান্তকারী অর্থনৈতিক আত্নত্যাগ আগামীর উন্নয়নশীল রাষ্ট্র প্রতীষ্টায় সর্ববৃহত
ও সর্বাধুনিক পরিকল্পনা।
বাস্তব্যয়িত উদ্যেগ সুমহ:
* পাঠ্য কার্যক্রমে প্রাক-প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালুকরণ।
* প্রতিটি শিক্ষার্থীর জন্য বিনামূল্যে পাঠ্য পুস্তক সরবরাহ।
* প্রতিটি শিক্ষার্থীর জন্য উপবৃত্তি প্রদান।
* শিক্ষা প্রতিযোগিতায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।
* শিক্ষার্থীদের মনোবিভেদ উন্নেশনে বিদ্যালয় ভিত্তিক নির্দিষ্ট স্কুলড্রেস নিশ্চিত করণ।
* ক্রীড়া উৎসাহী শিক্ষার্থীদের খেলার ব্যবস্থা ও উৎকৃষ্ট ক্রীড়া উৎসাহী নির্ণয়ে বাৎসরিক
বিভিন্ন প্রতিযোগিতার আযোজন ও প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সরবরাহ।
* প্রতিবন্ধি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান।
* প্রাথমিক শিক্ষার প্রান্তিতে জেলা ভিত্তীক মেধার অবস্থান নির্ণয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী
পরীক্ষা ব্যবস্থা চালু রয়েছে।
* শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও শৃংখলা বোধ সৃষ্টির লক্ষে পাঠদান কার্যক্রমের পূর্বে জাতীয়
সঙ্গিত পাঠ, Student Council,পি,টি ব্যবস্থা, ও কাবিং কার্যক্রম চালু রয়েছে।
* শিক্ষার্থীদের যোগপযোগী জ্ঞান লাভের জন্য One day one word , Debating clab ,
Language club, Literary club, চালু রয়েছে।
* শিক্ষার্থীদের মাঝে প্রতিটি জাতীয় দিবস সন্মন্ধে জ্ঞান দানের লক্ষে যথাযথ প্রক্রিয়াই
প্রতিটি দিবস উৎযাপন ব্যবস্থা রয়েছে।
* অভিভাবকদের শিক্ষার গুরত্ব, প্রয়োজনীয়তার প্রতি সহযোগীতার্থে বিদ্যালয় ভিত্তিক
বিভিন্ন সমাবেশ ও বৈঠক কার্যক্রম চালু রয়েছে।
মিশন:
উন্নত শিক্ষা ব্যবস্থা সৃষ্টির দৃঢ প্রত্যয়ে সু-পরিকল্পিত, সুন্দর, স্বচ্ছ দৃষ্টিভঙ্গির বহিপ্রকাশ
বাস্থবায়নে সরাকারের নিরবিচ্ছন্ন আগামীর প্রত্যয় -
* প্রতিটি বিদ্যালয়ে মিডডেমিল চালুকরণ।
*প্রতিটি শিক্ষার্থীর জন্য পাঠ্য পুস্তক এর পরিবর্তে ডিজিটাল পাঠদান কার্যক্রম পদ্ধতি
বাস্তবায়নের লক্ষে Tab / শিক্ষা উপযোগী উপকরণ সরবরাহ।
* প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরী ও চালুকরণ এবং প্রয়োজনীয় পর্যাপ্ত
উপকরণ সরবরাহ।
* শিক্ষক ও ছাত্রদের উপস্থিত নিশ্চিত করণে ডিজিটাল এ্যাটেনডেন্স চালুকরণ।
* বিদ্যালয় নিরাপত্তা নিশ্চিত করণে বিদ্যালয় বাউন্ডারী, ভবন নির্মান এবং যথাসময়ে
সংস্কার কাজ অব্যহত রাখতে ক্ষুদ্র মেরামত, বড় ধরণের মেরামতের বরাদ্দ অব্যহত রাখা।
* দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষে প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের যুগোপযোগী প্রযুক্তি নির্ভর কর্মমুখি
করণে প্রতিটি বিদ্যালয়ে (কারীগরি) শিক্ষা উপকরণ সরবরাহ ও পাঠদান কার্যক্রম চালুকরণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস