শিক্ষা:
”শিক্ষা জাতির মেরুদন্ড” শিক্ষিত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেয়।
বিদ্যালয়:
প্রাথমিক শিক্ষায় বিদ্যালয় সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থার একটি প্রধান গুরত্বর্পূর্ণ অধ্যায়
যার ফলশ্রতিতে সরকার প্রতিটি বিদ্যালয়কে আধুনিকায়ন, দৃষ্টিমূখর ও ছাত্রদের মনোপযোগী
পবরবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে উক্ত কার্যক্রমে সামাজিক ভাবে আমাদের সকলের
সহযোগিতা আবশ্যক। অত্র উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৩৯ টি।
শিক্ষক:
শিক্ষত জাতি গঠনে শিক্ষকের ভূমিকা গুরত্বপূর্ণ তাই শিক্ষককে ২য় অভিভাবক বলা হয়।
যার উপযুক্ত কর্তব্য পালনে অভিভাবক হিসাবে আমার ,আপনার, আমাদের অভিভাবকিয়
অধিকার প্রয়োগে সহযোগিতা করা প্রয়োজন । অত্র উপজেলায় মোট শিক্ষক সংখ্যা ৯৪৩ জন।
ছাত্র ব্যবস্থা:
প্রতিটি ক্যাসমেন্ট এলাকা নিদ্ধারণ পূর্বক প্রতিটি বিদ্যালয়ে ছাত্র ভর্তির অগ্রাধিকার
রেখে উপবৃত্তি কর্যক্রম শতভাগ বাস্থবায়িত হয়েছে। অভিভাবকদের সুচিন্তিত মতামত ,
সুপরামর্শ ও প্রত্যাশিত সহযোগিতার প্রাপ্তির লক্ষে “মা সমাবেশ” ”উঠান বৈঠক” কার্যক্রম
পরিচালিত রয়েছে।
আপনার সার্বিক সহযোগিতা সহ যে কোন ধরণের অপ্রাপ্যতায় যোগাযোগ করূণ:-
০৭৪১ - ৬১৯৬২
ক্রমিক নং |
বিদ্যালয়ের সংখ্য |
শিক্ষক সংখ্যা |
উপবৃত্তি প্রাপ্তির সংখ্যা |
মা সমাবেশ |
উঠান বৈঠক |
মন্তব্য |
১ |
১৩৯ |
৯৪৩ |
প্রতিটি বিদ্যালয়ে শতভাগ |
প্রতি দুই মাসে ১টি |
প্রতি মাসে ১টি |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস